জুমবাংলা ডেস্ক : পিরোজপুরে শিশু কন্যা হত্যার দায়ে সৎ মাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা জজ আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ মহিদুজ্জামানের আদালত এ আদেশ দেন। আদালত একই সাথে আসামি মনি বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডেরও আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত আসামি মনি বেগম (২৫) পিরোজপুর শহরের মধ্যরাস্তার জাহিদুল শেখের স্ত্রী।