রোদে কাচ বন্ধ করে গাড়ি পার্ক করে রাখলে ভেতরের অংশ খুব দ্রুত তপ্ত হয়ে ওঠে। আমেরিকা, ইউরোপের অনেক দেশে কেউ হয়তো গাড়িতে শিশুসন্তান রেখে দোকানে গেছেন কেনাকাটার জন্য। ভেবেছেন ১০-১৫ মিনিটেই ফিরে আসবেন। জানালাগুলো বন্ধ, দরজা লক করা।
কিছুক্ষণ পর এসে দেখবেন হয়তো বিরাট বিপর্যয় ঘটে গেছে। গরমে সন্তানের জীবন বিপন্ন। এর কারণ হলো সূর্যের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম। সহজেই কাচের ভেতর দিয়ে গাড়ির ভেতরে ঢুকে পড়ে। এর কিছু আবার প্রতিফলিত হয়ে আলোকতরঙ্গের আকারেই কাচের মধ্য দিয়ে বেরিয়ে আসে।
কিন্তু আলোকশক্তির বাকি অংশ গাড়ির সিট ও অন্যান্য অংশ শুষে নেয়। এরপর তাপ হিসেবে বের হয়। কিন্তু এই ইনফ্রারেড তাপের তরঙ্গদৈর্ঘ্য তুলনামূলক বেশি বলে গাড়ির কাচ দিয়ে বের হয়ে আসতে পারে না। ফলে গাড়ির ভেতরের অংশ দ্রুত তপ্ত হয়ে ওঠে। সরাসরি রোদে গাড়ি রাখলে মাত্র ১০-১৫ মিনিটেই ভেতরের তাপমাত্রা হয়তো বেড়ে ৪৫-৪৮ ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যেতে পারে।
এটা আসলে সেই গ্রিনহাউস ইফেক্ট। সূর্যের আলোর তাপ গাড়ির ভেতরে আটকা পড়ে যায়। অনেকক্ষণ এই অবস্থায় থাকলে এমনকি গাড়িতে বিস্ফোরণও ঘটতে পারে। তাই নিয়ম হলো রোদে গাড়ি পার্ক করলে জানালাগুলো অল্প করে খুলে রেখে লক করে যেতে হয়। তাহলে বিপদের ভয় থাকে না। আর যদি ভেতরে শিশুসন্তান রেখে লক করে যেতে হয়, তাহলে সাবধান, জানালাগুলো একটু বেশি ফাঁক না রাখলে শিশুর জীবন যেতে পারে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় এ রকম একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।