শীতকালের মৌসুমি ফল কমলালেবু। এদিকে দুয়ারে উত্তরে হাওয়া কড়া নাড়তে না নাড়তেই গাছভর্তি কমলালেবুর দেখা মিলল। তাও আবার কলকাতার আবহাওয়ায়। অবিশ্বাস্য হলেও সত্য আর এই অসম্ভবকে সম্ভব করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।
এর আগে আবাসনের বাগানে জামরুল, ফ্ল্যাটের বেলকনিতে চোদ্দ শাক চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এ অভিনেত্রী। এবার সেই তালিকায় যোগ দিলো কমলা লেবু। গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আহ্লাদে আটখানা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও শেয়ার করে নিজেই সেই কমলালেবুর গাছ দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মিমির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুকুরপারের গাছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু হয়েছে। কোনোটা পাকা, আবার কোনোটায় পাক ধরেনি।
আকারে ছোট হলেও এই মৌসুমে কলকাতার মতো আবহাওয়ায় কমলালেবু ফলানো মুখের কথা নয়। শুধু তাই নয়, মিষ্টি কুলের গাছও নিজে হাতেই রোপণ করেছেন বলে জানালেন তিনি। যদিও তাতে এখনও ফল ধরেনি। তবে অভিনেত্রী বেশ আশাবাদী সেই গাছ নিয়েও।
মিমি বরাবরই পরিবেশপ্রেমী শুট বা ব্যস্ত শিডিউলের অবসরে নিজের দুই পোষ্য, ব্যালকনির বাগান নিয়ে ব্যস্ত থাকেন। সেখানে রকমারি ফুল-ফলের চাষ করেন ছোট্ট পরিসরে। যত্নও করেন সেরকম।
কখনও কোভিডকালে আবাসনে তারই হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল পাড়ার ভিডিও শেয়ার করেছেন। আবার কখনও বা নিজের জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল পাড়ার ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।