প্রতীক মুস্তাফিজ : প্রতিবছর একবার করে প্রকৃতিকে ঐশ্বর্য দিয়ে যায় শীতকাল। কিন্তু মানবসৃষ্ট ধনী গরীবের অবস্থানের কারণে এই ঋতুটিকে বিত্তবানরা যেভাবে উপভোগ করেন, তেমনিভাবে সময়টা তীব্র কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেন গরীবেরা। বিশেষ করে গৃহহীন পথমানুষেরা এই ঋতুতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকেন।
সম্প্রতি ঢাকাসহ সারাদেশে শীতের দাপট বেড়েছে। আজ রবিবার (২২ ডিসেম্বর) হাইকোর্ট চত্বর, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা মেডিকেল কলেজের আশপাশ, পলাশী মোড় ও শাহবাগ এলাকায় সরেজমিনে ঘুরে বহু মানুষকে তীব্র শীতের মধ্যেও ফুটপাতে বসে থাকতে দেখা গেছে।
এ সময় তাদের সাথে কথা বলে তাদের জীবন চিত্র সম্পর্কেও জানা গেছে। এদের কারোরই ঘর নেই। প্রত্যেকেরই রয়েছে আলাদা আলাদা গল্প। হৃদয় ছুঁয়ে যাওয়া সব জীবন কাহিনী।
রাজধানীর শাহবাগের ফুটপাতে থাকেন ৭১ বছরের মো: আব্দুল্লাহ। অসুস্থ এই বৃদ্ধের গ্রামের বাড়ি কুড়িগ্রাম। এলাকায় তাঁর পাঁচ ছেলে আছে। ছেলেরা তার দায়িত্ব নেয়নি। তাই ঢাকা শহরের ফুটপাতেই ১০ বছর ধরে জীবনযাপন করছেন। এখন কাজও করতে পারেন না। তাই দিনের বেলায় ভিক্ষা করেন। আর রাতের বেলা ফুটপাতে ঘুমান। শীতের সময় অনেক কষ্ট করে থাকতে হয় বলেও তিনি জানান।
শাহবাগে আবদুল্লাহ’র মত সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে শুরু করে আন্তর্জাতিক বিমানবন্দর সবখানেই দেখা যাবে ঘরছাড়া ছিন্নমূল মানুষ যারা পথ, ফুটপাত কিংবা টার্মিনালের পাটাতনকেই বানিয়েছে শয্যার জায়গা। রাজধানীর কারওয়ান বাজারে ঝুড়ি বা টুকরির ভেতরও প্রতি রাতে ঘুমায় শত শত মানুষ। কমলাপুর রেলস্টেশনের ছিন্নমূল মানুষের ঘুমের একটা পুরাতন জায়গা, পুরান ঢাকার কিছু গলি। মিরপুরসহ শহরের বিভিন্ন এলাকায় রিকশা দাঁড় করিয়ে তার মধ্যে ঘুমায় অনেক মানুষ। এছাড়া সব ওভারব্রিজে রাতে আশ্রয় নেয় ছিন্নমূল নগরবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।