শীতের সংগ্রহে স্পোর্টি থিমের পোশাক কয়েক বছর ধরে ফ্যাশনে রাজত্ব করছে। ক্রেতাদের পছন্দ ও চাহিদার কথা ভেবে ফ্যাশন ব্র্যান্ডগুলোও অন্যান্য পোশাকের পাশাপাশি নিয়ে এসেছে নানা ধরনের স্পোর্টি আউটফিট। শীতের পোশাক মানে শুধু উষ্ণতাই নয়; ফ্যাশন, গুণগত মান ও আরামের সমন্বয়ও। আর সেভাবেই তৈরি হয় স্পোর্টি রেডি টু ওয়্যার কালেকশনগুলো।
খেলাধুলাকে প্রাধান্য দিয়ে ট্রেন্ডি ডিজাইনের সংগ্রহগুলো টাফেটা, পলিয়েস্টার, টেরি, টুইল, নিট, ডেনিম ও টেনসিল ডেনিম কাপড়ের তৈরি। এই সংগ্রহের পোশাকগুলো দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই শীত নিবারণে উপযোগী ও আরামদায়ক।ফ্যাশন হাউসগুলোতে পুরুষদের জন্য রয়েছে বাহারি ডিজাইনের স্পোর্টি জ্যাকেট, ফুল স্লিভস টি-শার্ট, সোয়েট শার্ট, জগার প্যান্ট, ডেনিম জ্যাকেট, ফুল স্লিভস ডেনিম শার্ট, শর্ট স্লিভস ডেনিম শার্ট ও হুডি।
একই সঙ্গে নারীদের জন্যও রয়েছে স্পোর্টি জ্যাকেট, ডেনিম শার্ট, সোয়েট শার্ট, জগার প্যান্ট, ড্রপ শোল্ডার ক্রপ হুডি ও রেগুলার ডিজাইনের হুডি। মেয়েদের কিছু পোশাকে যোগ হয়েছে এমব্রয়ডারি ও সিকুইনের কাজ। হালকা থেকে গাঢ়—সব রঙই প্রাধান্য পেয়েছে স্পোর্টি সংগ্রহে।
তাই পছন্দসই রং আর ডিজাইনের পোশাক বেছে নেওয়া যাবে সহজেই। পার্টি বা বন্ধুদের আড্ডার মধ্যমণি হতে স্পোর্টি থিম সংগ্রহের পোশাক এবার শীতে হতে পারে সেরা পছন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।