শীতের সকালে কথা বলার সময় মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মনে হয়, কিছু সমস্যা হয়েছে। কিন্তু না। সবাই এটা দেখে অভ্যস্ত এবং জানে কোনো অসুস্থতা নয়। আসল কথা হলো, মুখ থেকে গরম বাতাস বাইরের ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসে বলে কিছু ধোঁয়া দেখা যায়।
সাধারণত মুখের বাতাসে সামান্য জলীয়বাষ্প থাকে, বাইরের বাতাস ঠান্ডা। তখন মুখের বাতাসের কিছু জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ধোঁয়ার মতো দেখায়। মনে হয় যেন শীতকালে মুখের বাইরে হালকা বাষ্প জমে। কিন্তু গরমকালে এ রকম হয় না; কারণ, মুখের ভেতরে ও বাইরে তাপমাত্রায় পার্থক্য থাকে খুব কম।
শীতকালে কখনো মুখের ধোঁয়া যদি বেশি ঘনীভূত মনে হয়, তাহলে একটু সাবধান হওয়া ভালো। কারণ, তখন বুঝতে হবে বাইরে বেশি ঠান্ডা। সে জন্য দেখতে হবে যেন বাইরের ঠান্ডা বাতাস নাকমুখ দিয়ে সরাসরি ফুসফুসে চলে না যায়। তাহলে সর্দি–কাশির কিছু ভয় থাকে। তাই বলা যায়, শীতকালে মুখের ধোঁয়া সতর্কসংকেত হিসেবে কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।