লাইফস্টাইল ডেস্ক : আবহাওয়ার ওপর নির্ভর করে আমরা প্রযুক্তিকে ব্যবহার করি। অনেকে শীতকে কেন্দ্র করেও গ্যাজেট কেনেন। তবে কিছু কিছু গ্যাজেট সারাবছর ব্যবহার করার পাশাপাশি শীতে অতিরিক্ত সুবিধা দিতে সাহায্য করে। এই যেমন:
হটপট
শীতে খাবার দ্রুত ঠান্ডা হবেই। আর বারবার খাবার গরম না করে একটা হটপট কিনে নেওয়াই ভাল। সারাবছরই এই যন্ত্রটি কাজে আসে। তবে শীতে এর উপকারিতা বেশি করে টের পাওয়া যায়।
ওয়াটার হিটার
ওয়াটার হিটার থাকা কতটা উপকারি তা বোঝানো একটু কঠিনই। বেশিক্ষণ শীতে ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে কাজ করা ক্ষতিকর। আর দৈনন্দিন হালকা কাজে পানি গরম করতেই হয়। সেক্ষেত্রে ওয়াটার হিটার নেওয়াই ভাল।
গিজার
শীতে গোসল এড়াতেই হবে? তারচেয়ে একটি গিজার কিনে নিন। এই শীতে অন্তত আরামে গোসল সেড়ে নিতে পারবেন। গিজারে নির্দিষ্ট মাত্রার পানি গরম করা যায়। যারা রাতে গোসল করেন এবং ঠান্ডার সমস্যা আছে তারা সারাবছর এই যন্ত্র ব্যবহার করতে পারেন।
এয়ার ফ্রায়ার
শীত এলেই গ্যাস সংকট। সেক্ষেত্রে এয়ার ফ্রায়ার একটি কিনে নিন। তাতে অন্তত দ্রুত ও সহজে রান্নার একটি উপায় পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।