লাইফস্টাইল ডেস্ক : শীতের সময় ছেলেরা বেশ অবহেলাই করেন ত্বক নিয়ে। শীতকালে বাইরে ধূলাবালির পরিমাণ একটু বেশিই থাকে। তাই গায়ে মাত্রাতিরিক্ত পরিমাণে ময়লা জমা পড়ে। তাছাড়া শীতকালে ত্বক শুষ্ক থাকে। তাই এ সময় শরীরের বিশেষ যত্ন নেয়াটা জরুরি। মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এসময় ত্বকের যত্ন নেওয়া খুবই জরুরি। তা না হলে অন্যের কাছে নিজে নোংরা হিসেবে পরিগণিত তো হবেনই, সেইসঙ্গে নিজেও অস্বস্তি অনুভব করবেন।
ছেলেরা শীতে কীভাবে ত্বক ভালো রাখবেন জেনে নিন-
- শীতে ত্বক এমনিতেই রুক্ষ থাকে। দাড়ি কাটার অন্তত এক ঘণ্টা আগে তাই ত্বকে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
- ত্বক পরিষ্কার করতে মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন।
- ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন নিয়মিত।
- শেভ করার পর ত্বকে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন।
- মধুর সঙ্গে কফি মিশিয়ে ত্বকে ঘষে নিন। মরা চামড়া দূর হবে ত্বকের।
- ত্বক উজ্জ্বল করতে দুধের সঙ্গে বেসন ও হলুদ বাটা মিশিয়ে ত্বকে লাগান।
- বাইরে বের হওয়ার সময় সানক্রিন লাগাতে ভুলবেন না।
- পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম ধরনের প্রসাধনী হাতের কাছে রাখুন। প্রয়োজন মতো লাগিয়ে নিন ঠোঁটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।