জুমবাংলা ডেস্ক : বসন্তের হাওয়ায় সরব হয়ে উঠছে প্রকৃতি। তবে মাঘের শেষে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবার বৃষ্টির পর রাত ও দিনের তাপমাত্রা কমারও তথ্য জানানো হয়েছে।
আগামী কয়েকদিন বৃষ্টির পর ফের তাপমাত্রা কমার তথ্য জানিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাবাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস বলছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এরমধ্যে রাতে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে।
এছাড়া মঙ্গল ও বুধবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এরইমধ্যে বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়ার অফিস।
এদিকে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩০ ডিগ্রি সেলসিয়াস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।