স্পোর্টস ডেস্ক: খেলায় বার্সার আক্রমণ সামলে দুবার তাদের জালে বলও পাঠিয়েছিল কাদিস। কিন্তু অফসাইডের ভুলে গোলের স্বাদ পায়নি দলটি। কাদিস ভুল করলে বার্সেলোনা সেই ভুল করেনি। তিন মিনিটে দুটি গোল দিয়ে শীর্ষস্থান ঠিকই মজবুত করলো কাতালান ক্লাবটি।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রামে ক্যাম্প নউয়ে লা লিগার ম্যাসে বার্সেলোনা জিতেছে ২-০ গোলে। সার্জিও রবের্ত ও রবের্ত লেভানদোভস্কির গোলে ম্যাচটি নিজেদের করে নেয় তারা।
বার্সেলোনা লিগে এই নিয়ে টানা সাত ম্যাচ জিতলো। এর মধ্য দিয়ে ১৩ ম্যাচ (১২ জয়, ১ ড্র) অপরাজিত রইলো দলটি।
বার্সেলোনা এখন রিয়াল মাদ্রিদের চাইতে ৮ পয়েন্ট এগিয়ে। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে কার্লো আনচেলত্তির দলের অবস্থান দুই নম্বরে।
বার্সেলোনা এখন রিয়াল রিয়াল মাদ্রিদের চাইতে ৮ পয়েন্ট এগিয়ে। ২২ ম্যাচে ১৯ জয় ও ২ ড্রয়ে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে কার্লো আনচেলত্তির দলের অবস্থান দুই নম্বরে।
ছয় পরিবর্তন নিয়ে খেলতে নেমে প্রতিপক্ষকে চেপে ধরে খেলতে থাকে বার্সা। কিন্তু কাদিসের শক্ত রক্ষণব্যুহ ভাঙতে পারেনি তারা। বরং খেই হারিয়ে ফেলে। এই সুযোগে বার্সার জালে দুই দুইবার বল জড়ায় দলটি। কিন্তু অফসাইডের ভুলে সেটা গোলে পরিণত হয়নি।
বিরতির তিন মিনিটের মাথায় তোরেসের ক্রসে গোললাইন থেকে ফিরতি বল জালে জড়ান রবের্তো তরেসের ক্রসে পোলিশ তারকার ডাইভিং হেড গোললাইন থেকে ফেরান এক ডিফেন্ডার। ফিরতি বল জালে পাঠান রবের্ত।
এর দুই মিনিটের মাথায় রবের্তর পাসে ডান পায়ের শটে বল কাদিসের জালে জড়ান লেভানদোভস্কি।
এরপর দুই দলই গোলের সুযোগ পেলেও কেউ সেগুলোর সফল পরিণতি দিতে পারেনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।