স্পোর্টস ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আজ রাতে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস-রাজস্থান রয়্যালস। দুবাইয়ে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত আটটায়।
আজকের ম্যাচে একদিকে দিল্লি যেমন লিগ টেবিলের শীর্ষে ওঠার জন্য মাঠে নামবে। অন্যদিকে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে দিল্লির মুখোমুখি হবে রাজস্থান।
শুধু তাই নয়, এর আগের ম্যাচে মুম্বাইয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ের খোঁজেই মাঠে নামবে দিল্লি। অন্যদিকে হায়দরাবাদের বিরুদ্ধে শেষ মুহূর্তে নাটকীয় জয় দিল্লির বিরুদ্ধে মোটিভেশন যোগাবে রয়্যালস শিবিরকে।
এছাড়া চলতি আইপিএলের আসরে এখনও পর্যন্ত সাত ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দুই নম্বরে আছে দিল্লি। আর সমান সংখ্যক ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে অবস্থান করছে রাজস্থান।
আজ রাজস্থানকে হারাতে পারলেই লিগের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে শ্রেয়স আইয়ারদের সামনে। হ্যামস্ট্রিংয়ের চোটে এক সপ্তাহ মাঠের বাইরে ঋষভ পন্থ। তাকে ছাড়াই রাজস্থানের বিরুদ্ধে অংক কষতে হচ্ছে দিল্লিকে।
তবে দিল্লির কাছে স্বস্তির বিষয়, ওপেনিংয়ে রানে ফিরেছেন শিখর ধাওয়ান। পাশাপাশি পৃথ্বি শ,অধিনায়ক শ্রেয়স আইয়ার, অলরাউন্ডার মার্কাস স্টয়নিসের ব্যাটে ভর করে রাজস্থানের বিরুদ্ধে বড় রান তুলতে মরিয়া দিল্লি। বল হাতে কাগিসো রাবাদা, এনরিখ নর্টজে ও রবিচন্দ্রন অশ্বিন বড় ভরসা।
অন্যদিকে দিল্লিকে হারিয়ে আইপিএলে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মরিয়া রাজস্থান। জস বাটলার, সঞ্জু স্যামসন, স্টিভ স্মিথরা বড় রান করতে পারলেই কিস্তিমাত। সেইসঙ্গে বেন স্টোকস জ্বলে উঠলে দিল্লির কিন্তু দুঃখ বাড়তে পারে। শেষ দিকে ব্যাট হাতে রাহুল তেওয়াটিয়া আছেন।
বল হাতে জোফরা আর্চারই পারেন স্মিথকে ভরসা দিতে। চলতি আইপিএলে প্রথম ম্যাচে দিল্লির কাছে হেরেছিল রাজস্থান। তাই এটি ফিরতি লেগে বদলার ম্যাচ রয়্যালসদের কাছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।