লাইফস্টাইল ডেস্ক : বাংলার ঐতিহ্য বহন করে পান-সুপারি। আমাদের সমাজে এমন অনেক মানুষ বাস করেন যাদের দিনে ৭ থেকে ৮টি পান না খেলে চলেই না। পানের সঙ্গে থাকে সুপারিও। অনেকেরই ধারণা পান-সুপারি খাওয়া ক্ষতিকর।
আসলে ধারণাটি ভুল। জানলে অবাক হবেন যে, পানের পাশাপাশি সুপারিরও রয়েছে বহু ওষুধি গুণ! নানান কঠিন রোগ থেকে মুক্তি দিতে সুপারির জুড়ি নেই। চলুন তবে জেনে নেয়া যাক সুপারির ওষুধি গুণগুলো সম্পর্কে বিস্তারিত-
উপযুক্ত পরিমাণ সুপারির সঙ্গে বেলশুট (কাঁচা বেল শুকিয়ে চূর্ণ করা) এক গ্রাম মিশিয়ে দুই বেলা খেলে রক্ত আমাশয় সেরে যায়।পেটে অজীর্ণের ক্ষেত্রে উক্ত পদ্ধতিতে সুপারির ক্বাথ তৈরি করে দিনে দুইবেলা খেলে সেরে যায়।
গুড়াঁ কৃমির উপদ্রব দেখা দিলে ৪ গ্রাম সুপারি পিষে গুঁড়া করে নিতে হবে। এরপর ৩ কাপ পানিতে সিদ্ধ করে এক কাপ পরিমাণ হওয়ামাত্র চুলা থেকে নামিয়ে নিতে হবে। এরপর ছেঁকে তা সকাল-বিকাল দুইবার খেলে এ রোগের উপশম হবে।
ঘা পচে দুর্গন্ধ হলে এবং ওই ক্ষতস্থান থেকে বিশ্রি স্রাব নির্গত হলে কাঁচা সুপারি ভালোভাবে শুকিয়ে খোসাসহ থেঁতো করে তা মিহিচূর্ণ ঘায়ে লাগালে ঘা যেমন শুকিয়ে যাবে, তেমনি দুর্গন্ধ ও দুর হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।