শুটিং চলাকালীন অমিতাভ বচ্চনের গায়ে হাত! পরিবেশ থমথমে

বিনোদন ডেস্ক : যিনি কয়েক প্রজন্মের দর্শক, নির্মাতা এবং সহিশল্পীদের কাছে শ্রদ্ধার ও সম্মানের, সেই বলিউডি শাহেনশাহ অমিতাভ বচ্চনের গায়ে শুটিংয়ের সময় ‘ভুল করে’ আঘাত করে ফেলেছিলেন অভিনেতা অবিনাশ তিওয়ারি।

আর তাতে শুটিংয় সেটের ওই সময়ের পরিবেশ হয়ে ওঠে ভারি।

ইন্ডিয়া টুডেকে ওই ঘটনার কথা বর্ণনা করেছেন ‘লায়লা মজনু’ খ্যাত অভিনেতা অবিনাশ তিওয়ারি নিজেই।

অভিনেতা বলেছেন, কিছুদিন আগে ছোট পর্দার সিরিজ় ‘যুদ্ধ’র শুটিং চলছিল। অমিতাভ বচ্চনের সঙ্গে একটি লড়াইয়ের দৃশ্যে অভিনয় করছিলেন অবিনাশ।

অবিনাশ বলেন, “অমিতাভ বচ্চনের সঙ্গে ওটাই আমার প্রথম সাক্ষাৎ। ওনার সঙ্গে আমার অ্যাকশনের দৃশ্য ছিল, এর আগে আমি কখনো এ ধরনের দৃশ্যে কাজ করিনি।

“দৃশ্যটা এমন যে অমিতাভজি আমাকে একটা ঘুষি মারতে আসবেন। কিন্তু আমি এড়িয়ে গিয়ে পাল্টা ঘুষি মারব। কিন্তু ভুল করে আমি তার মাথায় ঘুষি মেরে দিই। কী যে অস্বস্তি হয়েছিল, বলে বোঝাতে পারব না। মনে পড়লেই অস্বস্তি হয়।”

অমিতাভ বচ্চনের মাথায় আঘাত করার পরে শুটিং সেটের সবাই ‘স্তম্ভিত’ হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন অবিনাশ।

রোমানার ২৮ বিয়ে, মুখ খুললেন নায়িকা

তার কথায়, “বিব্রততর পরিস্থিতির মধ্যে আমাকে পড়তে হল।“

৮২ বছর বয়সেও অমিতাভ অ্যাকশন দৃশ্যে কাজ করে চলেছেন। ১৯৫টির বেশি সিনেমায় কাজ করা এই অভিনেতার সর্বশেষ কাজ ‘কল্কি ২৮৯৮ এডি’।সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ। বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে এই সিনেমা।

আগামীতে তাকে ‘ভূতনাথ ৩’ সিনেমায় দেখা যাবে।