স্পোর্টস ডেস্ক: দলীয় চেতনায় উদ্বুদ্ধ একটি ভালো দল ও ভালো ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে না পারলে, শুধুমাত্র ব্যক্তির প্রতিভা দিয়ে বেশিদূর যাওয়া যাবে না- বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির পেসার মাইকেল হোল্ডিং।
ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক তারকা পেসার হোল্ডিং বলেন, আমাদের দলে বেশকিছু প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। এই প্রতিভাবান ক্রিকেটারদের কাজে লাগাতে হবে। আমরা যদি প্রতিভাবানদের সেরাটা বের করে আনতে পারি এবং ভালো একটি দল গড়ে তুলতে পারি তাহলে সাফল্য আসবেই।
৬৬ বছর বয়সী সাবেক এ তারকা ক্রিকেটার বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের বর্তমান দলে নিকোলাস পুরান, সিমরন হিতমার ও শাই হোপের মতো ভালো মানের তিনজন ক্রিকেটার রয়েছে। গত দুই-তিন বছর ধরেই ওরা প্রতিভার প্রমাণ দিয়ে আসছে। ওদের মতো আরও যারা প্রতিভাবান রয়েছে তারা যাতে সেরাটা উজাড় করে দিতে পারে সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তাহলেই সাফল্য ধরা দেবে।
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৯৭৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ৬০টি টেস্ট ও ১০২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন হোল্ডিং। ক্রিকেটীয় ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ৩৯১ উইকেট শিকার করেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।