নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের খবরে সারাদেশে তখন আনন্দের জোয়ার বইছে। সারা দেশের মতো সেই ঢেউ ছড়িয়ে পড়ে গাজীপুরের মাওনাতেও। সেই মিছিলে চালানো হয় গুলি। একটি গুলি রফিকুল ইসলাম রায়হান নামে এক যুবকের পা ভেদ করে বেরিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই আনন্দ মিছিল বিষাদে পরিণত হয়।
রফিকুল ইসলাম রায়হান পিরোজপুর জেলার কাউখালি উপজেলার জোলার গাতি গ্রামের ফজলুল হকের ছেলে। দুই ভাইয়ের মধ্যে বড় রায়হান। সংসারে সচ্ছলতা না থাকায় এসএসসির পর সংসারের হাল ধরতে বসা হয়নি পড়ার টেবিলে। জীবিকার সন্ধানে মা বাবাকে নিয়ে ২০১৭ সালে গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এসে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
গুলিতে এক পা ঝাঁজরা হয়ে যাওয়ায় এখন ঘরবন্দি রায়হান। মা-বাবা স্ত্রী ও সন্তানসহ পুরো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছিল এই রায়হান। এখন কাজ না করতে পেরে অনেকটা অসহায় জীবনযাপন করছেন।
রায়হান বলেন, বৈষম্যমুক্ত দেশ গড়তে আমরা আন্দোলন করেছি, যখন দেখেছি ঢাকায় আমাদের ভাইয়েরা মারা যাচ্ছে তখন আমরা মফস্বল এলাকা গাজীপুরের শ্রীপুরের মাওনাতে অনলাইন ও অফলাইনে সাধারণ জনগণকে এক করে আন্দোলন করেছি। শিল্প কারখানা বন্ধ করে রাস্তাঘাটে অবরোধ করেছি। শেখ হাসিনার পলায়নের খবরে হাজারো লোক নিয়ে বিশাল মিছিল বের করি আমরা। সেখানেই গুলিবিদ্ধ হয়ে অচেতন হয়ে যাই। পরে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসা পাইনি। পরের দিন ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি হই। চিকিৎসার জন্য ধারদেনা করে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়ে যায়।
তিনি বলেন, শুধু পা নয় জীবন গেলেও কোনো আক্ষেপ থাকতো না, কেননা নতুন প্রজন্মের কাছে নতুন বাংলাদেশের পরিচয় করাতে পেরেছি। এখন সবক্ষেত্রে বৈষম্যমুক্ত হলেই আমরা স্বার্থক। আমাদের প্রত্যাশা বাংলাদেশ ঠিক পথেই হাঁটবে।
ব্যক্তি স্বার্থ নয় দেশের প্রয়োজনে এটা নিয়েও ভবিষ্যতের যেকোনো আন্দোলনের সামনের সারিতেই থাকবেন বলেও জানান এই যুবক।
রায়হানের বাবা ফজলুল হক জানান, ছেলেই ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এখন সে আর কাজ করতে পারে না।
তিনি বলেন, বাধ্য হয়ে আমি বৃদ্ধ বয়সে ফুটপাতে কলা বিক্রি করে কোনোমতে টিকে আছি। তবে বাসা ভাড়া বাকি পড়েছে, ধার দেনা হয়ে গেছে। এরপরও আমাদের কষ্ট নেই। সবাই সহযোগিতা করে যাচ্ছে। জুলাই ফাউন্ডেশন থেকেও সহযোগিতা করা হয়েছে। তবে স্থায়ী একটি ব্যবস্থা হলে নিশ্চয়তা পেতাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।