স্পোর্টস ডেস্ক : নকআউট পর্বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। এবার সেমিফাইনালে মেসির আর্জেন্টিনাকে কান্নায় ভাসিয়ে ফাইনালে উঠতে চান ক্রোয়াটরা।
রোববার (১১ ডিসেম্বর) এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলেন ক্রোয়েশিয়ার ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ।
তিনি বলেন, সাধারণত আমরা নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে থামানোর পরিকল্পনা করি না। আমরা পুরো দল নিয়ে পরিকল্পনা সাজাই।
ব্রুনো পেতকোভিচ বলেন, আমরা খেলোয়াড় ধরে ম্যান–মার্কিং করে নয়, তাদের পুরো দলটাকেই আটকাতে চাই। আর্জেন্টিনা দলে লিওনেল মেসি একা খেলে না, তাদের অনেক অসাধারণ খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকেই থামাতে হবে।
এর আগে, কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-ক্রোয়েশিয়া ম্যাচ অতিরিক্ত ৩০ মিনিটসহ ১২০ মিনিট চলার পরও ১-১ গোলে সমতা থাকে। পরে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ব্রাজিলকে ৪–২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট পায় ক্রোয়েশিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।