বিনোদন ডেস্ক: প্রাণঘাতি করোনার ভ্যাকসিন নিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। স্ত্রীসহ আজ শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে টিকা নিয়েছেন তিনি।
শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করে না: কণ্ঠশিল্পী আসিফ
ফেসবুকে টিকা গ্রহণের ছবি পোস্ট করে মজা করে এই সংগীত সুপারস্টার ক্যাপশনে লিখেছেন, ‘শুনলাম ছবি না দিলে নাকি ভ্যাকসিন কাজ করেনা! তাই ছবিটা দিলাম।’
তিনি আরও লেখেন, ‘আজ বঙ্গবন্ধু মেডিক্যালে করোনার ইনজেকশনের প্রথম ডোজ নিলাম আমরা। ম্যানেজমেন্ট খুব ভাল লেগেছে। একদিকে করোনা আরেকদিকে করোনাবিরোধী ইনজেকশন, দ্বিতীয়টাই পছন্দ করলাম। ধন্যবাদ ডাক্তার শাকিল ভাই।’
এর আগে পরিবারের সবাইকে নিয়ে করোনার টিকা নিতে চান বলে ফেসবুকে ঘোষণা দিয়েছিলেন আসিফ আকবর। করোনার ভ্যাকসিন নিয়ে দেশের মানুষের মনে যখন নানা রকম সংশয় ও ভাবনা তখন আসিফের এই আগ্রহ বেশ ইতিবাচিক সাড়া ফেলে তার ভক্তদের মধ্যে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool