স্পোর্টস ডেস্ক : যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশ। শুরু থেকে নিয়ন্ত্রিত বোলিং করে ভারতকে চেপে ধরে যুবা টাইগাররা। নির্ধারিত ৫০ ওভার শেষ হবার আগেই ৪৭.২ ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ১৭৭ রানে ইনিংস থমকে যায় প্রতিপক্ষ ভারতের। শিরোপা জিততে বাংলাদেশ যুবাদের লক্ষ্যমাত্রা ১৭৮ রান।
১৭৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ মেজাজে ব্যাট করছেন ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম (৮*)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের এখন সংগ্রহ, ২ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৮ রান।
এর আগে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারও টিকতে পারেনি ভারত। ফলে ৪৭.২ ওভারেই ১৭৭ রানেই অলআউট হয়ে যায় ভারত। তাই শিরোপা জিততে বাংলাদেশের চাই ১৭৮ রান।
বাংলাদেশের পক্ষে অভিষেক দাস ৩টি, শরিফুুল ইসলাম ২টি, তানজিম হাসান সাকিব ২টি ও রাকিবুল হাসান ১টি উইকেট শিকার করেন।
আজ (৯ ফেব্রুয়ারি) পচেস্ট্রুমে শিরোপা লড়াইয়ে টস জিতে ফিল্ডিং নেয় টাইগার যুবারা। শুরু থেকেই ভারতের ব্যাটসম্যানদের চেপে ধরে টাইগার বোলাররা। প্রথম দুই ওভার মেইডেন। সপ্তম ওভারে সাক্সেনাকে তুলে নিয়ে ব্রেক থ্রু এনে দেন অভিষেক দাস। প্রথম দশ ওভারে ভারত তুলতে পেরেছে মোটে ২৩ রান। তবে, আরেক ওপেনার জাসওয়াল ২য় উইকেটে তিলককে সঙ্গে নিয়ে সামাল দেন প্রাথমিক বিপর্যয়। ৩৮ রান করে আউট হন তিলক।
চারে নেমে সুবিধে করতে পারেননি ক্যাপ্টেন প্রিয়ম গার্গ। তবে, আরেক প্রান্ত আগলে সেঞ্চুরির দিকে এগুচ্ছিলেন জাসওয়াল। কিন্তু, দলীয় ১৫৬ রানে ডাবল ব্রেক থ্রু এনে দেন শরীফুল। শতক থেকে মাত্র ১২ রান দূরে থাকতে ভারতীয় ওপেনার জাসওয়ালের উইকেটটা তুলে নেন তিনি। এরপর টিকতে দেননি ভীরকেও। পরের বলেই সাজঘরে ফেরান তাকে। এরপর, ব্যাক্তিগত ২২ রানে রানআউট হয়ে ফেরেন জুরেল।
বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, আকবর আলী (ক্যাপ্টেন, উইকেটরক্ষক), রকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস।
ভারত : ইয়াশবি জয়সওয়াল, দিব্যাংশ সাক্সেনা, তিলক ভার্মা, ধ্রুব জুরেল (ডব্লিউ কে), প্রিয়ম গার্গ (ক্যাপচার), সিদ্ধেশ বীর, অথর্ব অঙ্কোলেকার, রবি বিশ্বনয়, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, আকাশ সিং।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।