আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হয়েছে তিন দিন হলো। জিম্বাবুয়ে-নামিবিয়ার যৌথ আয়োজনের এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আজ। বুলাওয়েতে ভারতের বিপক্ষে খেলতে নামছে আজিজুল হাকিমদের দল। এই ভারতকে ফাইনালে হারিয়েই ৬ বছর আগে প্রথম বিশ্বকাপ জিতেছিল আকবর-হৃদয়-শরিফুলরা।
ভারত ২০২০ সালের সেই টুর্নামেন্টের আগে-পরে পাঁচবার যুবাদের এই বিশ্বকাপ জিতেছে। তাই তাদের বিপক্ষে ম্যাচটা সহজ ম্যাচ হবে না। বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীদের দল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রকে বৃষ্টি-প্রভাবিত ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে।
বাংলাদেশের দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। তার সহায়ক হিসেবে থাকবেন জাওয়াদ আবরার। এই জুটি অনূর্ধ্ব-১৯ পর্যায়ে অভূতপূর্ব পারফরম্যান্সের অধিকারী, ২০২৪ সালের পর থেকে যুব ওয়ানডেতে দুজন মিলে ১০০০-এর বেশি রান করেছেন। দলের আরেক ব্যাটিংয়ের শক্তি কালাম সিদ্দিকি, যিনি ৮৫৭ রান সংগ্রহ করেছেন। বাংলাদেশের বোলিং আক্রমণও শক্তিশালী। পেসার ইকবাল হোসেন ও আল ফাহাদ শিবিরের জন্য ঝড়ো সহায়ক। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে তারা যথাক্রমে ৪৫ ও ৪৩ উইকেট নিয়ে দলকে শক্তিশালী করেছেন। এছাড়া বাঁহাতি স্পিনার সামিউন বাসিরেরও ২৯ উইকেট রয়েছে, যা প্রতি ওভারে চারের কম রেটে এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


