বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মহাকাশীয় বর্জ্য এখনো কোনো সমস্যা নয়। তবে অদূর ভবিষ্যতে এই বর্জ্যের কারণে যাতে মহাকাশে সংঘর্ষ না হয় তা নিশ্চিত করতে মিশন পরিচালনার উদ্যোগ নিয়েছে সুইস স্টার্টআপ ক্লিয়ার স্পেস ও ফ্রেঞ্চ কম্পানি অ্যারিয়ানস্পেস। তাদের মিশনের নাম হবে ক্লিয়ারস্পেস১।
অ্যারিয়ানস্পেস ভেগা-সি রকেট মহাকাশে পাঠানো হবে ২০২৬ সালের প্রথম ভাগে। রকেটটির ওপরের অংশে থাকবে ভেগা সেকেন্ডারি পেলোড অ্যাডাপ্টার।
এটি বহন করবে চারটি রোবটিক আর্মযুক্ত একটি মহাকাশ যান, যা মহাকাশ বর্জ্য সংগ্রহ করে পৃথিবীর নিম্ন কক্ষপথে নিয়ে আসবে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে মহাকাশ যানসহ বর্জ্যটি পুড়ে যাবে। ক্লিয়ার স্পেসের সহপ্রতিষ্ঠাতা লুঁক পিগে বলেন, ‘যত দ্রুত মহাকাশে স্যাটেলাইট পাঠাচ্ছি তত দ্রুত সেগুলো সরানোর ব্যবস্থা করছি না।’
অ্যারিয়ানস্পেসের প্রধান স্টিফেন ইসরায়েল বলেন, ‘১০ সেন্টিমিটারের চেয়ে বড় ৩৪ হাজার বর্জ্য মহাকাশে ঘুরে বেড়াচ্ছে। সাড়ে ছয় হাজার স্যাটেলাইট মহাকাশ থেকে সেবা দিচ্ছে। এই দশকের শেষে সংখ্যাটা ২৭ হাজারে দাঁড়াতে পারে। তাই পৃথিবীর মানুষের কল্যাণে আমাদের উদ্ভাবনী সমাধান বের করতে হবে।’
সূত্র : ডিজিটাল ট্রেন্ডস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।