জুমবাংলা ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, পাকিস্তান বাংলাদেশের সাথে তাদের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক বার্তায় তিনি বলেন, ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশের সাথে আমরা আমাদের বিদ্যমান সম্পর্ককে আরও শক্তিশালী এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য নতুন করে গড়ে তুলতে চাই। কারণ আমরা বিশ্বাস করি যে, আমাদের দুই দেশের মানুষের ভাগ্য একই সাথে জড়িত।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে এখানে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ১০ দিনব্যাপী বিশেষ কর্মসূচির সমাপনি অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স কশিফ জামিল এ বার্তা স্ক্রীনড করেন।