জুমবাংলা ডেস্ক : পৌরসভার উজিরপুর গ্রামে জাতীয় মহাসড়কের পাশে ১৬৫ শতক জমিতে গড়ে উঠেছে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে আম বাগান। হাঁড়ি ভাঙ্গা, বারি-৪ আমের চারা লাগানো হয়েছে ওই বাগানে।
[৩] শেখ হাসিনার বাগানের তত্ত্বাবধায়ক শাহদৎ হোসেন বলেন, গত বছরের তুলনায় এ বছরের উৎপাদন তিনগুণ বেশি হয়েছে। প্রতিটি গাছেই ভালো আম ধরেছে।
[৪] উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, উপজেলায় ১ শ হেক্টর জমিতে হাঁড়িভাঙা, আলম রুপালী, বারি-৪সহ কয়েকটি জাতের আম ৫৮০ টি বাগান রয়েছে। শেখ হাসিনা বাগানটি কৃষি বিভাগের লোকজন দেখভাল করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।