জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় আবারও সংসদনেতা নির্বাচিত হয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা।
বুধবার (১০ জানুয়ারি) দলের সংসদীয় দলের সভায় সর্ব সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের ৯ম তলায় সংসদীয় দলের সভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
একই সভায় ড. শিরীন শারমিন চৌধুরী আবারও স্পিকার, শামসুল হক টুকু ডেপুটি স্পিকার এবং নুর-ই আলম চৌধুরী চিফ হুইপ বেগম মতিয়া চৌধুরী সংসদ উপনেতা নির্বাচিত হয়েছেন।
এর আগে শপথবাক্য পাঠ করেন দ্বাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্যরা। শেরেবাংলা নগরের সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথ কক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করান। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে নিজেই শপথগ্রহণ করেন।
শপথ নিতে এদিন সকাল থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেন। সংসদ ভবনের ১২ নম্বর গেট দিয়ে তারা ভেতরে প্রবেশ করেন। স্পিকার শপথ কক্ষে প্রবেশ করেন সকাল ১০টা ৮ মিনিটে।
পরে স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতীয় পার্টি থেকে নির্বাচিতরা পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।