বিনোদন ডেস্ক : বলিউড ও ছোট পর্দার দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেওয়া ‘কাঁটা লাগা’ গানে জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। শুক্রবার (২৭ জুন) রাতে হঠাৎ করেই তার মৃত্যুর খবর সামনে আসে।
জুমটিভির এক প্রতিবেদনে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে শেফালিকে তার স্বামী পরাগ ত্যাগী দ্রুত বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শেফালির মৃত্যু হৃদরোগে আক্রান্ত হয়ে হয়েছে। তবে এখনো তার পরিবার কিংবা হাসপাতালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।
অন্যদিকে, মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শেফালির মরদেহের ময়নাতদন্ত ইতোমধ্যে কুপার হাসপাতালে সম্পন্ন হয়েছে। প্রাথমিক রিপোর্টে কোনো ‘সন্দেহজনক’ বিষয় পাওয়া যায়নি। তবে সতর্কতামূলকভাবে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা চলবে। রিপোর্টের বিস্তারিত শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৮ জুন) শেফালির শেষকৃত্য সম্পন্ন হয়। বলিউড ও টেলিভিশন জগতের অনেক তারকাই সেখানে উপস্থিত ছিলেন। স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েন পরাগ ত্যাগী। গণমাধ্যমের সামনে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “দয়া করে এটাকে কোনো মজা বা নাটক বানাবেন না। আমার পরির জন্য সবাই প্রার্থনা করুন। ও যেন শান্তিতে থাকে—এইটুকুই চাই। এখন দয়া করে থামুন।”
মাত্র ৪২ বছর বয়সে শেফালির এই অকাল প্রয়াণে মর্মাহত গোটা বিনোদন দুনিয়া। তার হঠাৎ চলে যাওয়া ভক্তদের মাঝেও গভীর শোকের ছায়া ফেলেছে।
প্রসঙ্গত, ২০০২ সালে ‘কাঁটা লাগা’ গানে অভিনয়ের মাধ্যমে রাতারাতি পরিচিতি পান শেফালি জারিওয়ালা। পরে সালমান খান ও অক্ষয় কুমার অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ সিনেমায়ও তিনি অভিনয় করেন। ২০১৯ সালে তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়ে আলোচনায় আসেন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel