যারা শেয়ার মার্কেট নিয়ে যারা নিয়মিত খোঁজ খবর রাখেন তাদের জন্য তেমন সুসংবাদ নেই। কেননা গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সূচক পতনের ঘটনা ঘটেছে। পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
ঢাকায় সুযোগ কমেছে ৫৩.৬৩ পয়েন্ট। টাকার অংকের তা ৩৬৮ কোটি টাকা। তবে বাজারে মূলধন বেড়েছে 4238 কোটি টাকা। গত সপ্তাহে পাঁচ দিনের মধ্যে চার দিনেই ঢাকার শেয়ার বাজারে সূচক কমেছে। বর্তমানে পয়েন্ট কমে পাঁচ হাজার ১১২ পয়েন্টে অবস্থান করছে।
তাছাড়া শরিয়াভিত্তিক সূচকে তেমন কোন ভালো সংবাদ নেই। তবে শেয়ার মার্কেটে যেসব কোম্পানির অবস্থান ভালো তা হচ্ছে ডেল্টা স্পিনিং মিলস, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং এবং তাল্লু স্পিনিং মিলস। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ১৫৫ পয়েন্ট কমে গিয়েছে যা মোটে ভালো সংবাদ নয়। সেখানে লেনদেন হয় ৭১ কোটি ৯৮ লাখ টাকা।
সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেনও। শেষ সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ৬৯৪ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার। আগের সপ্তাহে লেনদেন ছিল ২ হাজার ৬৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৩৬৮ কোটি ৪৩ লাখ টাকা।
বিদায়ী সপ্তাহে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ২৩৮ কোটি টাকা। প্রথম কার্যদিবসে লেনদেন শুরুর আগে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৬০ হাজার ৫৮৭ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৪ হাজার ৮২৫ কোটি টাকায়।
বিদায়ী সপ্তাহে হাতবদলে অংশ নেয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ২৭২টি এবং অপরিবর্তিত ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম এডিএন টেলিকম, দ্বিতীয় অগ্নি সিসটেমস এবং তৃতীয় অবস্থানে খান ব্রাদার্স পিপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।