দেশের শেয়ার বাজারে চলতি সপ্তাহে টানা তিন কার্যদিবস পর গতকাল বুধবার মূল্যসূচকের পতনে লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে। তবে অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। কিন্তু লেনদেন শুরুর দুই ঘণ্টা পর বিভিন্ন কোম্পানির শেয়ারদর কমতে শুরু করে। দিন শেষে লেনদেনকৃত মোট কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১৯২টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৬১টির। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট কমে ৫ হাজার ১০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ২৭পয়েন্টে ও বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনও কমেছে। এদিন এই বাজারে লেনদেন হয়েছে ৬০৫ কোটি ৬০ লাখ টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকা।
ফার্মাসিউটিক্যালস, এশিয়াটিক এ হিসেবে লেনদেন কমেছে ৬৪ কোটি ২৫ লাখ টাকা। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল টাকার অংকে লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০টি কোম্পানি হলো ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ল্যাবরেটরিজ, প্রগতি ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো ফার্মা, খান ব্রদার্স পিপি ওভেন ব্যাগ ও সামিট এলায়েন্স পোর্ট।
অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনকৃত মোট ১৯৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ৯১টির এবং ২১টির অপরিবর্তিত রয়েছে। এতে এই বাজারের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ছয় পয়েন্ট। গতকাল সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১০ কোটি ৭৬ লাখ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


