জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ায় শেরপুরের সব পর্যটন কেন্দ্র দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকবে বলে জেলা কালেক্টরেট অফিসের উপ-পরিচালক এটিএম জিয়াউল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় জনসমাগম বন্ধে শহরের ডিসি উদ্যান, অর্কিড পর্যটন কেন্দ্র, ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্র, নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কসহ জেলার সকল পর্যটন কেন্দ্রের জন্য সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশের কোভিড-১৯ ছড়িয়ে পড়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ ব্যাপারে শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব বাসসকে বলেন, ভারত সীমান্তবর্তী পাহাড়ি জেলা শেরপুরে পর্যটন কেন্দ্র থাকার কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসুরা এখানে ঘুরতে আসেন। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার কারণে জেলার মানুষদের করোনা থেকে মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।