
Advertisement
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় বজ্রপাতে হযরত আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বামনের চর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। মৃত কৃষক আলী একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, আজ বুধবার বেলা ১১টার দিকে খেতে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক আলীর মৃত্যু হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন বলেন, ওই কৃষকের পরিবারকে সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।