শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায় বিষাক্ত সাপ ধরার সময় কামড় খেয়ে ৭০ বছর বয়সী ওঝা জামাল মিয়ার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, শুক্রবার বিকাল ৩টার দিকে জামাল উদ্দিন পার্শ্ববর্তী ৪নং চরে একটি বিষাক্ত সাপ ধরতে যান। সাপটি তার হাতের আঙ্গুলে কামড় দেয়, কিন্তু তিনি তা গুরুত্ব না দেওয়ায় কয়েক ঘণ্টা পরে শরীরে বিষক্রিয়া শুরু হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে দ্রুত শেরপুর সদর হাসপাতালে নেওয়া হয়।
পরিবারের দাবি, হাসপাতালে তখন এন্টিভেনাম সরাসরি উপস্থিত ছিল না। পরে বাইরে থেকে সংগ্রহ করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। পরে ওঝাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পথে শেরপুর-ময়মনসিংহ সড়কের নকলা এলাকায় তার মৃত্যু ঘটে।
শেরপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিয়া জানান, হাসপাতালে এন্টিভেনামের সরবরাহ আছে। তবে রোগীর সঙ্গে এন্টিভেনাম কীভাবে ব্যবহার হয়েছে, তা আবাসিক মেডিকেল অফিসারকে জানানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।