বিনোদন ডেস্ক: পোশাকবিহীন ফটোশুট করে ভাইরাল হয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। বিষয়টি নিয়ে আলোচনা-সামালোচানা কম হয়নি। হয়েছিলো মামলা। এরপর রণবীরকে থানায় হাজির হতে বলা হলেও তিনি সেখানে হাজিরা দেননি।
অবশেষে সোমবার সকাল ৭টার দিকে থানায় হাজির হলেন ‘গাল্লি বয়’। এসময় রণবীরের বক্তব্য রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
চারিত্রিক মূল্যবোধ এবং নারী-অনুভূতিতে আঘাত হেনেছেন রণবীর— এই অভিযোগে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এক মহিলা আইনজীবী। ২৬ জুলাই সেই অভিযোগ এফআইআর হিসাবে নথিভুক্ত করেছিল মুম্বাইয়ের চেম্বুর থানার পুলিশ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সোমবার (২২ অগস্ট) চেম্বুর থানায় হাজিরা দিতে যাওয়ার কথা ছিল রণবীর সিংহের। অনাবৃত ফোটোশুটকাণ্ডে তাকে ডেকে পাঠিয়েছিল মুম্বাই পুলিশ। কিন্তু নির্ধারিত দিনে থানায় যেতে পারবেন না বলে জানিয়েছিলেন রণবীর। আরও দু’সপ্তাহ সময় চেয়ে নিয়েছিলেন অভিনেতা। তবে তার আগেই, এক সপ্তাহের মাথায় থানায় গিয়েছিলেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।