Advertisement
স্পোর্টস ডেস্ক : ২০১৯ বিশ্বকাপের পর মাঠের বাইরে। সাময়িকভাবে ক্রিকেট থেকে দূরে থাকতে গিয়ে আর মাঠেই নামা হয়নি ভারতের সবচেয়ে সফল অধিনায়কের। আশা ছিল ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন। কিন্তু করোনাভাইরাসের কারণে বিশ্বকাপ পিছিয়ে যাওয়ায় সে আশাও শেষ হয়ে যায়।
সামনে আইপিএল। চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ভক্তরাও আশায় বুক বাঁধতে শুরু করেছেন, ক্রিকেটে ফেরার প্রক্রিয়া শুরু হলো বিশ্বকাপজয়ী ভারতের এই অধিনায়কের।
কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। আজ নিজেই এ ঘোষণা দিলেন মহেন্দ্র সিং ধোনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।