স্পোর্টস ডেস্ক: টান টান উত্তেজনার ম্যাচের শেষ মুহূর্তে নাটক। বাংলাদেশ- জিম্বাবুয়ের ম্যাচ শেষ হয়েও শেষ হল না। বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভাঙলেন নুরুল হাসান সোহান। সঙ্গে সঙ্গে উদযাপনে মাতলো বাংলাদেশ দল। নিজেদের মধ্যে হাত মিলিয়ে মাঠের বাইরেই চলে গেলেন দুই দলের ক্রিকেটাররা। তখনই দেখা গেল নাটকীয়তা!
থার্ড আম্পায়ার রিভিউ করে নটআউট দিয়ে ঘোষণা করলেন নো বল। ১ রান যোগ করে দুই দলকে আবারো মাঠে নামিয়ে আনা হয় এবং ফ্রি-হিট দিয়ে শেষ বলটি করতে বলা হয়। শেষ বলে মুজারাবানি কোনো রান করতে পারেননি। রুদ্ধশ্বাস এই ম্যাচে বাংলাদেশের করা ১৫০ রানের জবাব দিতে নেমে ১৪৭ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ফলে বাংলাদেশ পেয়ে যায় ৩ রানের নাটকীয় জয়।
এমসিসিতে ক্রিকেট আইনের ২৭.৩.১ ধারায় বলা আছে, ‘স্ট্রাইক প্রান্তে স্ট্রাইকারের ব্যাট বা গায়ে লাগা, স্ট্রাইক প্রান্তের উইকেট অতিক্রম করা বা স্ট্রাইক রান নেওয়ার চেষ্টা করার আগপর্যন্ত উইকেটকিপারকে স্টাম্পের পেছনে থাকতে হবে।’
এমন জয়ের পর আলোচনায় এসেছে সোহানের ওই ভুল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব জানান, রিচার্ড এনগারাভার স্টাম্পিংয়ের সময়ও সোহানকে একটু বেশি এগিয়ে আসতে দেখে সতর্ক করেছিলেন তিনি, ‘এনগারাভার আউটের সময় আমি ওকে বলেছিলাম সতর্ক থাকতে, কারণ ওর হাত স্টাম্পের কাছাকাছি চলে এসেছিল। ভাবা যায় না, সেটাই পরে হলো। আমি বলব দারুণ এক ম্যাচ হয়েছে। যারা খেলা দেখতে এসেছেন তাদের জন্যও দারুণ ছিল।’
এই জয়ে তিন ম্যাচ শেষে সুপার টুয়েলভের গ্রুপ-২ এ দ্বিতীয় স্থানে উঠে গেছে বাংলাদেশ। ভারতের চেয়ে এক ম্যাচ বেশি খেলে সমান ৪ পয়েন্ট তাদের।
জমে উঠে লড়াই: যে কারণে বাংলাদেশ-পাকিস্তান আজ ভারতকে সাপোর্ট করবে!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।