জুমবাংলা ডেস্ক: সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপদ, পুষ্টিকর খাবার সরবরাহ গ্রহণে উৎসাহিতকরণ এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়নের লক্ষ্যে উদ্ভাবনী ’ফুড ফ্রন্টিয়ার্স 2.0’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গত সোমবার রাতে (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
তিন ক্যাটাগরিতে ৫ জন উদ্যোক্তা এবং বিশেষ একজন ব্যক্তিকে পৃথকভাবে চূড়ান্ত বিজয়ী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
তিন ক্যাটাগরির মধ্যে ’অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেল’ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন এগ্রিভেঞ্চার (চ্যাম্পিয়ন ১০,০০০ মার্কিন ডলার) ও ফার্মজিলা (রানার আপ ৫,০০০ মার্কিন ডলার) । ‘যুগান্তকারী প্রযুক্তিগত উদ্ভাবন’ ধারণা’ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন কুক্যান্টস (চ্যাম্পিয়ন- ৮,০০০ মার্কিন ডলার) ও কৃষি স্বপ্ন (রানার আপ ৩,০০০ মার্কিন ডলার)।
‘উদ্ভাবনী বিপণন প্রচারাভিযান’ ক্যাটাগরিতে বিজয়ী হলেন কন্যা ওয়েলবিয়িং (চ্যাম্পিয়ন ৫,০০০ মার্কিন ডলার)।
এছাড়া খাদ্য ব্যবস্থা নিয়ে কাজ করছেন এমন তরুণ- তরুনীদের কাজের প্রতি সম্মান ও উৎসাহ প্রদানে ফুড সিস্টেমস ইনোভেশন ক্যাটাগরিতে ইউথ রিকগনিশন অ্যাওয়ার্ড পেয়েছে টিম “হ্যাপী স্ট্রিট” (২৫০০ ডলার)
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এতে স্বাগত বক্তব্য রাখেন গেইনের লার্জ স্কেল ফুড ফর্টিফেকশন অ্যান্ড ভ্যালু চেইনের এর পোর্টফোলিও লিড আশেক মাহফুজ ও সান বিজনেস নেটওয়ার্ক, গেইন এর ভারপ্রাপ্ত কোঅর্ডিনেটর এস এম মাহমুদুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ এর সান এর কান্ট্রি ফোকাল কাজী জেবুন্নেসা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আই এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, গেইন বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার, বাংলাদেশ কৃষি বিশ্বাবিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড, লুৎফর হাসান, জাতীয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প অ্যাসোসিয়েশন এর সভাপতি নুরুল গনি শোভন প্রমুখ।
বিজয়ীদের তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন, ব্যবসা সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নের জন্য মোট ৩৩,৫০০ মার্কিন ডলারের অনুদান ও ‘প্রি-সীড তহবিল দেওয়া হয়।
’ফুড ফ্রন্টিয়ার্স ২.০’ শিরোনামে প্রতিযোগিতাটি আয়োজন করছে স্কেলিং আপ নিউট্রিশন (সান / SUN) বিজনেস নেটওয়ার্ক, যা বাংলাদেশে সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন/ GAIN ), এবং ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিওএফপি / WFP) সহ পরিচালিত হচ্ছে।
এই আয়োজনের মূল লক্ষ্য – পুষ্টিকর খাদ্য পণ্যকে নিম্ন বা সীমিত আয়ের ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্যে উদ্ভাবনী উপায়গুলি চিহ্নিত করা। পাশাপাশি টেকসই খাদ্য ব্যবস্থা আনয়ন ও সামাজিক উদ্যোগে ব্যবসায়িক দক্ষতা আনতে তরুণ উদ্যোক্তাদের সক্ষমতা তৈরি করা। একইসঙ্গে টেকসই উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পুষ্টিকর খাদ্য পণ্যের চাহিদা তৈরি করা ও উদ্ভাবনী বিপণন ক্যাম্পেইন চিহ্নিত করা।
প্রতিযোগিতায় নিরাপদ, স্বাস্থ্যসম্মত খাবার সরবরাহ ও গ্রহণে উৎসাহিত করতে নতুন ব্যবসায়িক মডেলের উদ্ভাবন, সাশ্রয়ী মূল্য এবং খাদ্যের গুণগত মানে সহজ প্রযুক্তিগত সমাধানে যেসব উদ্যোক্তারা কাজ করবেন তাদের যোগ্য হিসেবে বিবেচনা করা হয়। আবেদনকারীদের মধ্য থেকে প্রথম যাচাই-বাছাই শেষে সংক্ষিপ্ত তালিকা করা হয়।
সংক্ষিপ্ত তালিকা শেষে চূড়ান্ত বাছাইকৃত ১২ টি প্রতিষ্ঠান বা দল ব্যবসায় ধারণা প্রদানের জন্য বিনিয়োগ সংক্রান্ত প্রস্তুতি, প্রশিক্ষণ ও ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকায় তিন দিনের আবাসিক বুটক্যাম্প সেশনে অংশ নেন। আবাসিক বুটক্যাম্পে দেশের শীর্ষ স্থানীয় ও প্রতিষ্ঠিত শিল্পপতি, ব্যবসায়ীরা ভবিষ্যতে তরুণ উদ্যোক্তাদের করণীয় ও পরিকল্পনা নিয়ে পরামর্শ দেন। এর পাশাপাশি গত ২৩ শে ফেব্রুয়ারি ’ইনভেস্টর নাইট’ অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলেরবাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আর্নো হ্যামেলিয়ার্স, বলেন,“এই তরুণ উদ্যোক্তাদের এবং তাদের উদ্ভাবনে বিনিয়োগ করাই একমাত্র টেকসই পন্থা। যার মাধ্যমে কাউকে পিছনে না ফেলে টেকসই খাদ্য ব্যবস্থা নিশ্চিত করা যায়,”
অনুষ্ঠানে নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেন, প্রযুক্তির উদ্ভাবনের মাধ্যমে পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ নিশ্চিত করার জন্য আমাদের তরুন সমাজকে এগিয়ে আসতে হবে।
শাইখ সিরাজ বলেন, স্মার্ট কৃষির জন্য তরুণদের আগ্রহী কতে নীতি ও পরিকল্পনা অনেক জরুরি।
এই আয়োজনে কৌশলগত অংশীদার হিসেবে হিসেবে ছিল জাতীয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সংস্থা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।