জুমবাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃত্যু পৌঁছেছে ১৭ হাজার ৫২ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় পুরুষ মারা গেছেন ১৩১ জন, নারী মারা গেছেন ৭৯ জন। এই সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৩৮৩ জনের শরীরে। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৮ জন। ওই সময় মৃত্যু হয়েছিল ২০৩ জনের।
গত ২৪ ঘণ্টায় মোট ৪২ হাজার ৪৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ২৯ দশমিক ১৪ শতাংশ।
করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮ হাজার ২৪৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৪১২ জন।
ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় ৬৯ জনের মৃত্যু হয়েছে করোনায়। খুলনা বিভাগে মৃত্যু হয়েছে ৪৬ জনের। চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে ৩৯ জনের, রাজশাহীতে ১৫ জন এবং রংপুর বিভাগে ১৪ জনের।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর তথ্য জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।