জুমবাংলা ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৬৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক ১৩ হাজার ৭৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের নিয়ে দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে।
এর আগের দিন করোনায় রেকর্ডসংখ্যক ২৩০ জনের মৃত্যু হয়। সেদিন শনাক্তেও রেকর্ড হয়। একদিনে সর্বোচ্চ ১১ হাজার ৮৭৪ জনের করোনা শনাক্ত হয়।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ২০ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮১ হাজার ৫২১ জন।
গত ২৪ ঘণ্টায় ৬২৭টি পরীক্ষাগারে ৪৬ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় দেশে করোনা আক্রান্ত বলে শনাক্তের হার ৩১ দশমিক ২৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ১৭ শতাংশ, মৃত্যুর হার ১ দশমিক ৬১ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে ১৪২ জন পুরুষ ও ৭৮ জন নারী। এ পর্যন্ত করোনায় আক্রান্ত পুরুষের মৃত্যুর হার ৭০ দশমিক ০২ শতাংশ ও নারীদের মৃত্যুর হার ২৯ দশমিক ৯৮ শতাংশ।
বিভাগওয়ারি বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বাধিক ৬৪ জন, খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ২৩ জন, বরিশালে ৪ জন, সিলেটে ৬ জন, রংপুরে ১৮ জন ও ময়মনসিংহে ১৩ জন মারা গেছেন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।