পুঁজিবাজার ডেস্ক : গত এক মাসে শেয়ার বাজারে বিশ হাজারের বেশি ব্যবসায়ী বেড়েছে। এরমধ্যে নারীর অংশগ্রহনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। এক মাসেই ৭ হাজার ৮৮২ জন নারী শেয়ার ব্যবসায় যুক্ত হয়েছেন। ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিডিবিএল’র তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের শেষ দিন বিও হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ লাখ ৬২ হাজার ৩১৩টিতে, যা আগের মাসের অর্থাৎ আগস্টের শেষ দিন ছিল ২৫ লাখ ৪১ হাজার ৭৯৮টিতে। অর্থাৎ সেপ্টেম্বর মাসে বিও হিসাব বেড়েছে ২০ হাজার ৫১৫টি।
এদিকে বর্তমানে পুরুষ হিসাবের সংখ্যা রয়েছে ১৮ লাখ ৬৬ হাজার ৯৮৬টি, যা আগস্ট মাসের শেষ দিন ছিল ১৮ লাখ ৫৪ হাজার ৪১৩টিতে। অর্থাৎ এ সময়ে পুরুষ বিও হিসাব বেড়েছে ১২ হাজার ৫৭৩টি। একইভাবে সেপ্টেম্বরে নারী হিসাবধারীর সংখ্যা সাত হাজার ৮৮২টি বেড়ে দাঁড়িয়েছে ছয় লাখ ৮২ হাজার ৩৬০টিতে। আগস্টে নারী বিও হিসাব ছিল ছয় লাখ ৭৪ হাজার ৪৭৮টি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।