বিনোদন ডেস্ক : কিংবদন্তিদের স্মৃতি সংরক্ষণে সিনেমা বানানো এখন নিয়মিত ঘটনা। এবার সেই ঘটনাই ঘটতে যাচ্ছে বিশ্বের সর্বকালের সর্বোচ্চ গতিশীল পেসার সাবেক পাকিস্তানি কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আকতারকে নিয়ে। তার জীবনের ওপর ভিত্তি করে ‘রাওলপিন্ডি এক্সপ্রেস’ নামে একটি সিনেমা তৈরি হচ্ছে এবং এরই মধ্যে ওই সিনেমায় তার চরিত্রে কে অভিনয় করবেন তাও চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের উর্দু ভার্সনের এক প্রতিবেদনে জানানো হয়, শোয়েব আকতারের চরিত্রে দেশটির অভিনেতা-গায়ক উমাইর জ্যাসওয়াল অভিনয় করতে যাচ্ছেন।
উমাইর জ্যাসওয়াল নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দেন যে, তিনিই ‘রাওলপিন্ডি এক্সপ্রেসে’ কিংবদন্তি শোয়েব আকতারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন। তিনি লিখেন, ‘অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, আমিই ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ সিনেমার পর্দায় জীবন্ত কিংবদন্তি শোয়েব আকতারের ভূমিকায় অভিনয় করতে যাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘উপরওয়ালার দয়ায় আমরা যেন আমাদের যাত্রায় সফল হতে পারি এবং আপনাদেরকে বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয়- এমন একটি সিনেমা উপহার দিতে পারি।’
উমাইর জ্যাসওয়াল একাধারে পাকিস্তানের গায়ক, গীতিকার এবং অভিনেতাও বটে। ৩৫ বছর বয়সী এই অভিনেতার আরো দুই ভাই উজাইর এবং ইয়াসির জ্যাসওয়ালও গান করেন। শোয়েব আকতারের বায়োপিক ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ ২০২৩ সালের শেষ দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র : ডন ও জিও নিউজ
শাকিব খান ২০১৪ সালে ব্রাজিল, ২০১৮ সালে আর্জেন্টিনা, ২২ সালে?
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।