নতুন ডিভাইসের মাধ্যমে প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে প্রবেশ করতে চলেছে হ্যান্ডহেল্ড গেইমিং কম্পিউটার ও মিনি পিসির চীনা ব্র্যান্ড আয়ানিও। ব্রান্ডটির মূল উদ্দেশ্য মোবাইল গেইমারদের আকৃষ্ট করা। এজন্য প্রথমবারের মতো শারীরিক বা ফিজিক্যাল শোল্ডার বাটনওয়ালা ফোন বাজারে আনছে ব্রান্ডটি।

নিজেদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক টিজারে ওই স্মার্টফোনের ঝলক দেখিয়েছে আয়নিও। টিজারে খুব বিস্তারিত তথ্য না থাকলেও স্মার্টফোনটিকে এমনভাবে উপস্থাপন করছে ব্রান্ডটি, যেন ‘একটি ফোন আর গেইমিং হ্যান্ডহেল্ডের আত্মা একসঙ্গে মিশেছে’ বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট।
টিজার থেকে ইঙ্গিত মিলেছে, স্মার্টফোনটিতে একটি স্ট্যান্ডার্ড ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকতে পারে। তবে গেইমভিত্তিক ডিজাইনের জন্য এ ফোনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ফোনটি ধরে অনুভূমিকভাবে খেলার সময় ফিজিক্যাল শোল্ডার বাটন, যেমন কন্ট্রোলার-এ থাকে তেমন থাকতে পারে, যা মোবাইল গেইমারদের জন্য দরকারি।
এর আগে গ্রীষ্মে এক প্রোডাক্ট শেয়ারিং সেশনে এই ফোনের কথা উল্লেখ করে আয়ানিও বলেছিল, ফোনের একটি অংশ স্লাইড করে বের করে আনা যাবে। যেমন– পুরানো গেমিং ফোনে দেখা যেত।
এর থেকে আরও ইঙ্গিত মেলে, আধুনিক যুগের ‘সনি এক্সপেরিয়া প্লে’-এর মতো ফোন তৈরি করতে চাইছে ব্রান্ডটি। কারণ সেই ফোনটিও গেইমিং মোডে বিশেষ ফিচারসহ ডিজাইন করেছিল জাপানি কোম্পানিটি।
আয়ানিওর এই ফোনটি তাদের ‘রিমেইক’ সিরিজের অংশ। এ সিরিজের আওতায় পুরানো রেট্রো গেইম কনসোল বা ডিভাইসের আধুনিক রিমেইক বানায় চীনা ব্রান্ডটি।
আয়ানিওর অন্যান্য পণ্যের দাম বিবেচনা করলে এ ফোনটিও সম্ভবত সাশ্রয়ী দামের হবে না। তবে এটি ‘আসুস’ বা ‘রেডম্যাজিক’-এর মতো অন্যান্য গেইমিং স্মার্টফোনের সঙ্গে সম্ভবত বজারে প্রতিযোগিতা করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



