Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মৃত ডা. আব্দুল লতিফ (৫৭) স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ার (এএমসি) বিভাগের পরিচালক ছিলেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ছুটিতে ঢাকা থেকে বগুড়ায় আসেন ডা. আব্দুল লতিফ। তিনি মঙ্গলবার (৪ আগস্ট) জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভতি হন। নমুনা পরীক্ষা করে তার করোনা নেগেটিভ আসে। কিন্তু করোনার উপসর্গ থাকায় তাকে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।