জুমবাংলা ডেস্ক : পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির মামলায় শ্রমিক দলের সভাপতি শামীম তালুকদার কে (৩৭) গ্রেফতার করা হয়েছে। তিনি কলাপাড়া উপজেলার ধানখালি ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি।
র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা সোমবার (২০ জানুয়ারি) বিকেলে র্যাব পটুয়াখালীর সদস্যরা তাকে গ্রেফতার করে এবং পরে কলাপাড়া থানায় হস্তান্তর করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ১২ জানুয়ারি বিদ্যুৎ প্লান্টের স্ক্র্যাপ মালামাল চুরির ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখ করে বিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি ম্যানেজার (অ্যাডমিন) আমিনুল ইসলাম কলাপাড়া থানায় একটি মামলা করেন। এ মামলার প্রধান আসামি সোহেল মোল্লা। মামলায় বলা হয়েছে এ চক্রটি পাওয়ার প্লান্টের অভ্যন্তরে ঢুকে তামার তার, স্টিলের পাতসহ লোহার বিভিন্ন সামগ্রী চুরি করে পাচার করে আসছিল। দুই টন মালামালসহ একটি ট্রাক আটক করা হয়।
শপথ নিয়েই ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন ট্রাম্প
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।