Advertisement
অর্থনীতি ডেস্ক : সব শিল্প কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) এর মধ্যে পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
এই নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তার প্রেরিত বার্তায় এ তথ্য জানানো হয়।
কোভিড-১৯ এর কারণে দেশব্যাপী শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রম অধিদফতরের কর্মকর্তা, মালিক ও শ্রমিকদের সমন্বয়ে ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়েছে।
সারা দেশে অঞ্চল ভিত্তিক ২৩ টি কমিটি গঠন করে এ সংক্রান্ত একটি পত্র জারি করা হয়। এ কমিটি স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে শ্রমিক-মালিক সমস্যা সমাধান, বেতন নিশ্চিতকরণ ও সুবিধাভোগী শ্রমিকদের ডাটাবেজ তৈরি করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।