বিনোদন ডেস্ক: রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে আবৃত্তি ও মনন চর্চার সংগঠন উচ্চারক আবৃত্তি কুঞ্জের আয়োজনে আগামীকাল (১২ আগস্ট) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে ‘শ্রাবণে রবীন্দ্রনাথ’ শিরোনামে কথামালা, আবৃত্তি, গান ও নুত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এতে ‘প্রসঙ্গ: বাউল ও রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন কবি ও বাউল তাত্ত্বিক গবেষক স্বপন মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন সংস্কৃতিজন ও উচ্চারকের শুভানুধ্যায়ী পরিষদ সদস্য সজল চৌধুরী।
অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন শিল্পী মো. মোস্তফা কামাল, শিল্পী শ্রেয়সী রায় ও ইকরা বিনতে বিল্লাহ। নৃত্য পরিবেশন করবেন মৃত্তিকা বড়ুয়া ও প্রাচী চৌধুরী। আবৃত্তি পরিবেশন করবেন মশরুর হোসেন, বনকুসুম বড়ুয়া, মো. মুজাহিদুল ইসলাম, মৌসুমী চক্রবর্তী, শামীমা ইয়াছমিন, মন্দিরা বিশ্বাস, ইকবাল হোসেন জুয়েল, মাইনুল আজম চৌধুরী, অনির্বাণ চৌধুরী, উমেসিং মারমা, সরোয়ার আলম দীপ, দিপা দাশ মিতু, নাজিফা তাজনুন ও আবদুল্লাহ ফারুক রবি।
এ এস এম এরফানের নির্দেশনায় বৃন্দ আবৃত্তি বর্ষার গান পরিবেশন করবেন উচ্চারকের শিল্পীরা।
অনুষ্ঠানের আগ্রহী দর্শক-শ্রোতা ও উচ্চারক সুহৃদদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উচ্চারকের প্রতিষ্ঠাতা সভাপতি আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের এবং উচ্চারকের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী মৌসুমী চক্রবর্তী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।