বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বেশ কয়েকদিন ধরেই খবরের শিরোনামে। তৃতীয় স্বামী রোশান সিংয়ের সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় তিনি। প্রতিটি পদক্ষেপে খবরের শিরোনাম হচ্ছেন এ নায়িকা।
এবার ‘স্পেশাল মানুষ’-কে প্রকাশ্যে এনে আলোচনায় শ্রাবন্তী। নিজের ইনস্টাগ্রামে স্পেশাল মানুষদের ছবি শেয়ার করেছেন শ্রাবন্তী। তিনটি ছবি একসঙ্গে শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘বন্ধুরা সবসময় বিশেষ। ভালোবাসি সবাইকে।’
রোশান সিংয়ের সঙ্গে শ্রাবন্তীর টানাপোড়েন নিয়ে এখনও মুখ খোলেননি রোশান বা শ্রাবন্তী। বিচ্ছেদ প্রসঙ্গে জানতে চাইলে কলকাতার একটি গণমাধ্যমের ক্যামেরার সামনে থেকে সরেও গিয়েছেন এ অভিনেত্রী। কিন্তু তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে চোখ রাখলেই বিষয়টির ধারণা পাওয়া যায়।
শ্রাবন্তীর মুখে কুলুপ আটলেও এ বিষয়ে মুখ খুলেছিলেন রোশান সিং। গেল মাসের শুরুর দিকে তিনি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এক ছাদের নিচে থাকছেন না তারা। ওদিকে, রোশানের শেষ চিহ্নটিও মুছে ফেলেছেন শ্রাবন্তী। নিজের নামের শেষে ‘সিং’ পদবি মুছে ফেলেছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।