জুমবালা ডেস্ক : গাজীপুরের শ্রীপুর পৌর এলাকা ভাংনাহাটী মোল্লা পাড়ায় এম অ্যান্ড ইউ ট্টিমস লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় নিহতদের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। কালের কণ্ঠর করা প্রতিবেদন থেকে বিস্তারিত-
গতকাল আগুন নিয়ন্ত্রণে আসলে বিকেল সোয়া চারটার দিকে একজনের ও রাত আটটার দিকে আরো একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতদের মধ্যে মজলুম মিয়া (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি লালমনিরহাট সদর উপজেলার তালুকহাটী গ্রামের বাবলু মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘নিহত বাকি দুইজনের পরিচয় জানার চেষ্টা চলছে।’ তিনি জানান, মরদেহগুলোর মুখসহ শরীর আগুনে ঝলসে বিকৃত হয়ে গেছে।
এর আগে রবিবার দুপুর দেড়টার দিকে কারখানাটির কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। এতে পাঁচজন দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদেরকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
কারখানার উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমান জানান, হতাহতরা কারখানার কেউ নন। তারা কারখানার ভেতর রংয়ের কাজ করছিলেন।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের টানা আড়াই ঘণ্টার চেষ্টায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল সোয়া চারটার দিকে ভেতর থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়। এরপর তল্লাশি চালিয়ে রাত আটটার দিকে আরো একটি মরদেহ উদ্ধার করা হয়। রাত সাড়ে দশটা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা তল্লাসি চালিয়েও আর কোনো মরদেহ পাননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ‘আজ সকাল সাড়ে সাতটার দিকে কারখানার ভেতর থেকে পুলিশ আরো একটি মরদেহ উদ্ধার করেছে। এ পর্যন্ত উদ্ধার করা তিনটি মরদেহই ছিল অঙ্গার।’
তিনি আরো বলেন, ‘কারখানার ভেতর আরো কোনো মরদেহ রয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।