নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে গুলিতে নিহত ফরিদ হত্যা মামলার আসামী ইমরানকে (২৫) অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২২ মে) দিবাগত ভোররাতে শ্রীপুরের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইমরান টেপিরবাড়ী গ্রামের মোশারফ হোসেন মনসুরের ছেলে।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের দেয়া তথ্য মতে, গত ২১ মে রাতে টেপিরবাড়ী মাটির মসজিদ এলাকায় আধিপত্য বিস্তারের জেরে ফরিদ নামের এক যুবক গুলিতে নিহত হয়। সে মামলার এজাহার নামীয় আসামী ইমরান। তাকে ধরতে ডিবি পুলিশের একটি দল অভিযান করে তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য মতে তার বাসার ওয়ারড্রপ থেকে ১টি পিস্তল ২টি তাজা গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ২০০পিছ ইয়াবাও উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক এএইচ এম লুৎফুল কবির বলেন, এ ঘটনায় আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা রুজু হয়েছে। অন্য আসামীদের গ্রপ্তারে অভিযান চলমান আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।