নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দপ্তরী মো. আসাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের শ্লীলতাহানির একাধিক অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দপ্তরী আসাদের দ্বারা শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হয়ে আসছেন। তবে অভিযোগ করলেও কোনো প্রতিকার মেলেনি বলে তাদের দাবি।
অভিযোগ রয়েছে, দপ্তরী আসাদ শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ ও অনৈতিক কার্যকলাপে জড়িত। একটি সূত্র জানিয়েছে, এসব কারণে তাকে পূর্বেও একাধিকবার কান ধরে উঠবস করানো হয়।
সর্বশেষ গত ১৬ এপ্রিল ২০২৫ তারিখে অষ্টম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ের ল্যাব কক্ষে বই আনতে গেলে দপ্তরী আসাদ তার স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রীটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়। পরে ভুক্তভোগী ছাত্রীর মা ও স্বজনরা বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত দপ্তরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা পারভীন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “আমি ভুক্তভোগী পরিবারকে শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।
জানা গেছে, ইতোমধ্যে অভিযুক্ত দপ্তরী মো. আসাদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, “আমি কিছুদিন ধরে অসুস্থ থাকায় বিষয়টি এখনো বিস্তারিতভাবে দেখতে পারিনি। তবে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে শিক্ষার্থীরা ও অভিভাবকরা। স্থানীয় সচেতন মহলও বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।