গাজীপুরের শ্রীপুরে আরএকে সিরামিকস কারখানার শ্রমিকরা ১০ দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ রবিবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৬টা থেকে জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
আজ রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকদের বিক্ষোভ চলছে। খবর পেয়ে থানা, শিল্প ও মহাসড়ক (হাইওয়ে) পুলিশ ঘটনাস্থল পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে ইটপাটকেল ছুড়ে তারা (শ্রমিকরা)।
এতে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।
শ্রমিকরা জানান, দীর্ঘ সাত মাসের চুক্তি (অ্যাগ্রিমেন্ট) অনুযায়ী তাদের বেতন-ভাতা বকেয়া পড়েছে। কারখানা কর্তৃপক্ষ বকেয়া পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। ফলে নিরুপায় হয়ে তারা আন্দোলনে নেমেছেন।
শ্রমিক রুহুল আমিন বলেন, ‘কম্পানির ভেতর ও উচ্চপদে ভারতীয় কর্মকর্তা রয়েছেন। তাদের অনতিবিলম্বে অপসারণ করতে হবে। এছাড়া বাজারের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মজুরি ও বার্ষিক মজুরি বৃদ্ধিসহ (ইনক্রিমেন্ট) তাদের ১০ দাবি রয়েছে।’
শ্রমিকদের অভিযোগ, কারখানায় যে কয়জন ভারতীয় নাগরিক রয়েছেন, তারা তাদের মূল্যায়ন করেন না। তাদের কাছে তারা (শ্রমিক) ভালো আচরণ পান না। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তাসহ কর্তৃপক্ষের কাছে তারা বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছিলেন। সমাধানের দৃশ্যমান কোনো উদ্যোগ না নেওয়ায় ওই বছরের ৪ সেপ্টেম্বর ১১ দাবি জানিয়ে তারা আন্দোলনে নেমেছিলেন। ওই সময় কারখানা কর্তৃপক্ষ তাদের দাবিগুলো মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। প্রায় ১১ মাসেও তাদের সব দাবি মেনে নেওয়া হয়নি। ফলে তারা ফের আন্দোলনে নেমেছেন।
কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘১০ দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মধ্যেই তারা আন্দোলন শুরু করেছেন।’
শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য টিয়ার শেল ও গ্রেনেড ছোড়া হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।