নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের শ্রীপুর উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক। এ সড়কে প্রতিদিন কয়েক হাজার হালকা ও ভারী যানবাহন চলাচল করে।
সড়কের দুপাশে মিল-কারখানা, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘদিন ধরে সড়কটির দুপাশে বিভিন্ন স্থানে ময়লা ফেলে সড়কটি যেন আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয়েছে।
এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীসহ এলাকার মানুষ। এর প্রতিবাদে সোমবার (২১ ডিসেম্বর) সকালে মাওনা বাজারসংলগ্ন ব্রিজের পাশে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর শাখা।
পিয়ার আলী কলেজের সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর, জয়নুল আবেদীন স্বপন, সাজেদুল ইসলাম সুরুজ, কলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, সংগঠনটির সভাপতি সাঈদ চৌধুরী, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ফজর আলী, শফিকামাল, জোবায়ের আহমেদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।