জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের কাছে অস্ত্র হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে থানা কম্পাউন্ডে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা পুলিশের নিকট অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন মেজর ইমরান, সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম ও অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায়।
এসময় মেজর মেজবা বলেন, গত ৫ আগষ্ট দেশে সরকার পরিবর্তনের পর বিক্ষোভকারীদের দ্বারা শ্রীমঙ্গল থানা আক্রমনের শিকার হয়। এসময় বিক্ষুব্ধ জনতার হাত থেকে পুলিশকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশের সকল অস্ত্র, গোলাবারুদ ও গুরুত্বপূর্ণ নথি সেনাবাহিনীর হেফাজতে নেয়া হয়।
সিনিয়র সহকারি পুলিশ সুপার আনিসুল ইসলাম সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আজ থেকে পুলিশি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ আগের মত কাজ করবে।
আত্মগোপনে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।