স্পোর্টস ডেস্ক: শ্রীলংকা জাতীয় ক্রিকেট দলের পরামর্শক কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন লংকান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। আগামী পহেলা ১ জানুয়ারি থেকে নতুন এই দায়িত্ব শুরু করবেন তিনি। এক বছরের জন্য এই দায়িত্ব দেয়া হয়েছে জয়াবর্ধনেকে।
দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।
এর আগে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম রাউন্ডে শ্রীলংকা দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন জয়াবর্ধনে।
জাতীয় দলের পাশাপাশি শ্রীলংকা পুরুষ অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের সাথেও কাজ করবেন জয়াবর্ধনে। এসএলসি জানায়, জাতীয় দলের সকল ক্রিকেটীয় দায়িত্বে থাকবেন জয়াবর্ধনে। একই সাথে হাই পারফরম্যান্স সেন্টারের ক্রিকেটার ও ম্যানেজমেন্ট টিমকে কৌশলগত সহায়তা দিবেন তিনি।
এক বছরের জন্য দায়িত্ব পেয়ে উচ্ছসিত ৪৪ বছর বয়সী জয়াবর্ধনে। তিনি বলেন, ‘আমাদের বিভিন্ন ডেভেলপমেন্ট স্কোয়াডগুলোর জাতীয় ক্রিকেটার ও কোচদের সাথে কাজ করার দারুণ সুযোগ এটি, যার মধ্যে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ টিমও রয়েছে। শ্রীলংকায় ক্রিকেটীয় প্রতিভা ও সম্ভাবনাময়ীদের সুবিচারে সহায়তা করার সুযোগ হলো।’
তিনি আরও বলেন, ‘আমার প্রধান কাজ, আগামী বছরে আমাদের প্রস্তুতি এবং কৌশলগত-চিন্তার পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় কোচ এবং সাপোর্ট স্টাফদের দলকে সাপোর্ট দেয়া।’
আগামী বছর ওয়েস্ট ইন্ডিজে যুব বিশ্বকাপকে সামনে রেখে গত সেপ্টেম্বরে অনূর্ধ্ব-১৯ দলেরও দায়িত্ব দেয়া হয়েছিল জয়াবর্ধনেকে।
১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত দেশের হয়ে ১৪৯টি টেস্টে ১১৮১৪ রান, ৪৪৮টি ওয়ানডেতে ১২৬৫০ রান ও ৫৫টি টি-টোয়েন্টিতে ১৪৯৩ রান করে জয়াবর্ধনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।